‘বাজারে সব জিনিসের দাম একসঙ্গে বাড়া কিংবা কমা কোনো দেশে হয় না’
২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:১০
ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বাজারে সব জিনিসের দাম একসঙ্গে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোনো দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে- এটাও আমরা আশা করি না।’
রোববার ( ২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘চালের দাম অনেক বেড়ে গেছে… মনে হচ্ছে, যেন চালের দাম এক হাজার টাকা হয়ে গেছে। তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে। অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা সেটা উপলব্ধি করছি।’
সাংবাদিকদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, ‘আপনারা একটু পজিটিভলি দেখেন। বাংলাদেশে সবই খারাপ, সবই ভালো। এমন ভাব, মনে হয় যেন- বাংলাদেশ বলে দেশই নাই। এই হচ্ছে না, ওই হচ্ছে না। পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে।’
সারাবাংলা/জিএস/আরএস