সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির ডিজি
গণহত্যা ও জনবিরোধী রাজনীতিতে থাকার প্রমাণ পেলে পুরস্কার বাতিল
২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:১৪
ঢাকা: বাংলা একাডেমি পুরস্কারের তালিকা বাতিল খবর ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। বিষয়টি আরও পরিষ্কার করার জন্য রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আজম বলেন, ‘বাংলা একাডেমি পুরস্কারের তালিকা প্রকাশের পর অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়েছে। কারও বিরুদ্ধে গণহত্যা ও জনবিরোধী রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পুরস্কার বাতিল করা হবে।’
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কার ঘোষিত হলেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে নানা ধরনের মনোভাব ও প্রতিক্রিয়া দেখেছি। আমরা পুরো ব্যাপারটা আমলে এনেছি। আমাদের ঘোষিত পুরস্কারের তালিকাটি সাময়িক স্থগিত করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা এই তালিকাটি রিভিউ করব। প্রধানত গণহত্যা ও জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারও সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই, যে অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি। অনুসন্ধান করছি, যদি এ ধরনের সরাসরি সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। এর পরিবর্তে সেখানে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আমাদের কমিটিগুলো কাজ করছে। এর পর তারা সিদ্ধান্ত নেবে। আশা করছি, সেটা আমরা তিন কর্মদিবসের মধ্যেই করতে পারব।’
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি সংস্কারে একটি কমিটি গঠনের কথা বলেন মহাপরিচালক। তিনি জানান, বাংলা একাডেমির সার্বিক পরিস্থিতি ও পরিচালনা পদ্ধতি নিয়ে নানান পক্ষের কিছু অসন্তোষ আছে। অনেকদিন আগে আইন হয়েছে, বিধি হয়েছে, প্রবিধানমালা হয়েছে। সেগুলোর পুনঃনিরীক্ষার প্রয়োজন। এর জন্য শিগগিরই একটা সংস্কার কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, ‘কমিটিটি অন্তর্ভুক্তিমূলক করে পুরো ব্যাপারটা রিভিউ করতে চাইব। কী কী ভাবে বাংলা একাডেমিকে নতুন চিন্তা-ভাবনার সঙ্গে সংশ্লিষ্ট করা যায়, আরও বেশি কর্মক্ষম করা যায়। তা দেখবে কমিটি।’
সারাবাংলা/জেআর/পিটিএম