Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অভিযোগ কাটিয়ে উঠতে বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯

কুড়িগ্রামে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সারাবাংলা।

কুড়িগ্রাম: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রয়োজন হবে; তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে সেগুলো নিরসন করতে হবে। বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা আমাদের কমিশন সভার সিদ্ধান্ত।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হল রুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ে খসড়া হয়ে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে উঠার জন্য বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া, মৃত ও দ্বৈত ভোটারদের উপস্থিতি কাটিয়ে ওঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হবে।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করার। নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা।’

তিনি বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপাদেষ্টা যেমন বলেছেন— চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধের যেকোনো সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে টাইম ফ্রেম ধরে নির্বাচন।’

এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর