Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দরনগরী চট্টগ্রামে পৌছে গেছে ‘শেলটেক’

সারাবাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৩

শেলটেক (প্রা.) লিমিটেড বন্দরনগরী চট্টগ্রামে তাদের নতুন অফিসের উদ্বোধন করেছে

ঢাকা: শেলটেক (প্রা.) লিমিটেড গত ২০ জানুয়ারি, ২০২৫ বন্দরনগরী চট্টগ্রামে তাদের নতুন অফিসের উদ্বোধন করেছে।

দক্ষিণ খুলশীস্থ জাকির হোসেন রোডের রুবিয়া হাইটসে (সড়ক নং ৩, বাড়ি নং ৭/এ/১, ২য় তলা) নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন করেন শেল্‌টেকের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মো. শরীফ হোসেন ভূঁইয়া, চিফ অপারেটিং অফিসার জনাব শাহজাহান, চিফ বিজনেস অফিসার হোসনেয়ারা পারভিনসহ শেলটেকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

৩৭ বছরের গৌরবময় যাত্রায় শেলটেক ঢাকায় ৪ হাজার ১০০ টিরও বেশি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক ইউনিট সফলভাবে হস্তান্তর করেছে, অর্জন করেছে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত শেলটেক গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কংগ্লোমারেট, বর্তমানে যার ৪০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এর মাঝে রয়েছে রিয়েল এস্টেট, নির্মাণশিল্প, কনসাল্টেন্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রোপার্টি ম্যানেজমেন্ট, অবকাশ বাণিজ্য, কার্গো পরিবহন, সিরামিকস, এসপিসি পোল উৎপাদনসহ আরও অনেক কার্যক্রম। চট্টগ্রাম অফিসের উদ্বোধন নতুন বাজারে শেলটেকের বিশ্বস্ততারই প্রতিফলন।

সারাবাংলা/এনজে

চট্টগ্রাম শেলটেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর