Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ভ্যাট নিবন্ধন নেই ২৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠানের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ২২:২৬

ঢাকা: রাজধানী ঢাকায় পরিচালিত ২ হাজার ৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই। প্রতিষ্ঠানগুলো সরকারকে কোনো ভ্যাটও দেয় না। রোববার (২৬ জানুয়ারি) বাজুসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, এসব প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনলে রাজস্ব আহরণ বাড়বে। এর আগে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে এসব তথ্য জানিয়ে চিঠি দিয়েছে সংগঠনটি।

২ হাজার ৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নেই জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের ধারণা এসব জুয়েলারি প্রতিষ্ঠান সরকারের কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছে। তাই বাজুস মনে করে এসব জুয়েলারি প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনা হলে উল্লেখযোগ্য হারে রাজস্ব আহরণ সম্ভব। এই অবস্থায় সরকারের রাজস্ব আহরণের আওতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরীর জুয়েলারি প্রতিষ্ঠানের একটি তালিকা এতদসঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এসআর

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর