ঢাকায় ভ্যাট নিবন্ধন নেই ২৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠানের
২৬ জানুয়ারি ২০২৫ ২২:২৬
ঢাকা: রাজধানী ঢাকায় পরিচালিত ২ হাজার ৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই। প্রতিষ্ঠানগুলো সরকারকে কোনো ভ্যাটও দেয় না। রোববার (২৬ জানুয়ারি) বাজুসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানায়, এসব প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনলে রাজস্ব আহরণ বাড়বে। এর আগে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে এসব তথ্য জানিয়ে চিঠি দিয়েছে সংগঠনটি।
২ হাজার ৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নেই জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের ধারণা এসব জুয়েলারি প্রতিষ্ঠান সরকারের কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছে। তাই বাজুস মনে করে এসব জুয়েলারি প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনা হলে উল্লেখযোগ্য হারে রাজস্ব আহরণ সম্ভব। এই অবস্থায় সরকারের রাজস্ব আহরণের আওতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরীর জুয়েলারি প্রতিষ্ঠানের একটি তালিকা এতদসঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো।’
সারাবাংলা/ইএইচটি/এসআর