রামপুরায় ছাত্রকে গুলি, দীঘিনালা থেকে পুলিশ আটক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ০০:১৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১০:৪৯
২৭ জানুয়ারি ২০২৫ ০০:১৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১০:৪৯
খাগড়াছড়ি: ঢাকার রামপুরায় ছাদের ঝুলে লুকিয়ে ছিল এক ছাত্র। উপর থেকে গুলি করেছিল পুলিশ। সেই ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে দীঘিনালা থানা থেকে তাকে আটক করা হয়। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জাকারিয়া বলেন, ‘ভিডিও ফুটেজ পর্যালোচনা করে চঞ্চলকে আটক করা হয়েছে। বৈষম্যিবরোধী আন্দোলনে ৫ আগস্টের আগে ও পরের বিভিন্ন ঘটনায় চঞ্চলের জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে।’
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সারাবাংলা/পিটিএম