Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৪:৫০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী মাহিম (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের ১৭ নম্বর রোডের বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ইশতিয়াক আহমেদ চৌধুরী মাহিম টাঙ্গাইল সদর উপজেলার স্কুল শিক্ষক মাহবুব আলম চৌধুরীর ছেলে। সে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ’র শিক্ষার্থী ছিলেন।

মাহিমের ভগ্নিপতি হাবিবুর রহমান বলেন, ‘রুমমেট শিক্ষার্থীরা তার মৃত্যুর খবর জানায়। তবে মৃত্যুর বিষয়ে কিছু জানতে পারিনি।’

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, বসুন্ধরার ওই বাসায় কয়েকজন শিক্ষার্থী ভাড়া নেয়। তাদের সঙ্গে মাহিম থাকতেন। গত কয়েকদিন ধরে সে বিষণ্নতায় ভুগছিলেন বলে জানান তার সঙ্গে থাকা শিক্ষার্থীরা। এ বিষয়ে জানার চেষ্টা চলেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসআর

ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

বিজ্ঞাপন

সারা দেশে বন্ধ ট্রেন চলাচল
২৮ জানুয়ারি ২০২৫ ০৯:২৪

আরো

সম্পর্কিত খবর