Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবেশী চীন আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৪:৩২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান – (ফাইল ছবি)

ঢাকা:  প্রতিবেশী দেশ হিসেবে চীন আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, চীন-বাংলাদেশ মৈত্রী সেতু, আলোচিত পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল নির্মাণে কারিগরি ও নানাবিধ সহযোগিতা করেছে চীন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে ‘লং লিভ ফ্রেন্ডশিপ’ এর আয়োজনে গাজীপুরে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সড়ক, রেল ও বিদ্যুৎ খাতসহ দেশের যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে চীনের সরকারি ও বেসরকারি উদ্যোগ দু’দেশের অকৃত্রিম বন্ধুত্বের অসামান্য নিদর্শন বহন করে।

এ সময় বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের চীন সফরে আমন্ত্রণ জানানোর জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয় সফিপুর বাজার এলাকায় ওয়ামী পার্মানেন্ট ক্যাম্পে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পরিবারে চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি করে ফুড প্যাকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মী ছাড়াও চীনা দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সারাবাংলা/জিএস/আরএস

চীন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

সারা দেশে বন্ধ ট্রেন চলাচল
২৮ জানুয়ারি ২০২৫ ০৯:২৪

আরো

সম্পর্কিত খবর