Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহবান জানালেন জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৫:৩১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:৪৩

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

ঢাকা: আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বৈষম্যের শিকার। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে বৈষম্যহীন সমাজ হয় না। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

আজ সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষা জাতীয়করণের যৌক্তিতা তুলে ধরে ইতোপূর্বে ২০২০ সালের ১৯ নভেম্বর ও ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদেও বক্তব্য রাখেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে একীভূত করা হয়েছে। সাধারণ শিক্ষার সাথে মাদরাসা শিক্ষার সনদের স্বীকৃতিও দেয়া হয়েছে। এমনকী প্রাথমিক থেকে মাদরাসা শিক্ষার বাকি অংশ একইভাবে এমপিওভুক্ত হয়ে শতভাগ বেতন-ভাগ পাচ্ছে। কিন্তু, দুঃখজনক হলেও সত্য অধিকারের আড়ালে রয়ে গেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা। দ্রারিদ্র্তার সঙ্গে যুদ্ধ করে এ সকল মাদ্রাসা টিকে আছে। আর মানবেতর জীবন যাপন করলেও, দায়িত্ব পালনে অনীহা নেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের।

বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, যৌক্তিক দাবিতে দারিদ্রপীড়িত এই শিক্ষক সমাজ যখন আন্দোলনে নামে, তাদের ওপর নির্যাতন চালানো হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএইচএইচ/আরএস 

জিএম কাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর