Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েন ঝড়ে ইতিহাস গড়ে বিগ ব্যাশ শিরোপা জিতল হোবার্ট

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫৯

সেঞ্চুরি করে হোবার্টকে শিরোপা জেতালেন ওয়েন

বিগ ব্যাশের ১৪ বছরের ইতিহাসে কখনোই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। হোবার্ট হারিকেনসের অপেক্ষার পালা অবশেষে শেষ হলো ২০২৫ এ এসে। ফাইনালে ঘরের মাঠের দর্শকের সামনে মিচেল ওয়েনের অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে সিডনি থান্ডার্সকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জয়ের স্বাদ পেল হোবার্ট।

ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হোবার্ট অধিনায়ক ম্যাথু ওয়েড। ব্যাটিংয়ে নেমে সিডনির দুই ওপেনার জ্যাসন সাঙ্গা ও ডেভিড ওয়ার্নারের ৯৭ রানের ঝড়ো এক জুটি দলকে উড়ন্ত সূচনা এনে দেন। জেসনের ৪২ বলে ৬৭ ও ওয়ার্নারের ৩২ বলে ৪৮ রানের দুর্দান্ত দুই ইনিংসে বড় স্কোরের ভিত গড়ে সিডনি।

বিজ্ঞাপন

দুই ওপেনারের দারুণ শুরুর পরেও শেষে গিয়ে স্কোর ২০০ পেরোয়নি সিডনির। মেরেডিথ ও এলিসের দারুণ বোলিংয়ে শেষে গিয়ে ৭ উইকেটে ১৮২ রান তোলে হোবার্ট। ৩টি করে উইকেট নিয়েছেন মেরেডিথ ও এলিস।

১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার মিচেল ওয়েন ঝড়ে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ। চার-ছক্কার বন্যা বইয়ে হোবার্টের সহজ জয়ের পথ খুলে দিয়েছেন ওয়েন। মাত্র ৩৯ বলেই পূর্ণ করেন সেঞ্চুরি, বিগ ব্যাশে এটাই যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি। ১১ ছক্কা ও ৬ চারে ৪২ বলে ১০৮ রানে যখন ফেরেন ওয়েন, ম্যাচ ততোক্ষণে নিজেদের নাগালে নিয়ে এসেছে হোবার্ট।

দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন অধিনায়ক ওয়েড। তার ১৭ বলে ৩২ রানের ক্যামিওতেই ৩৫ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে হোবার্ট।

সারাবাংলা/এফএম

ফাইনাল বিগ ব্যাশ মিচেল ওয়েন হোবার্ট হারিকেনস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর