Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ভোর থেকে ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১২:২০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৩১

ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল স্টেশনগুলোতে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা।

সিরাজগঞ্জ: ভাতাসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশে ন্যায় সিরাজগঞ্জেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের বাজার স্টেশন-শহীদ এম মুনছুর আলী-জামতৈল রেল স্টেশন ঘুড়ে দেখা যায়, ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল স্টেশনগুলোতে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা।

জামতৈল রেল স্টেশনে কথা হয় ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী সামিউল ইসলাম বলেন, আজ সকাল ৯টা ৪মিনিটে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহীতে যাওয়ার কথা ছিল কিন্তু সকালে স্টেশনে এসে দেখি দেখি ট্রেন চলাচল বন্ধ। এখন কিভাবে যাবো বুঝতে পারছি না।

জামতৈল স্টেশন মাস্টার রুবাইয়া তাসরিন বলেন, সবশেষ পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ৫টা ৫০ এবং ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ২৪মিনিটে ছেড়ে যায়। তার পর থেকেই এখান থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে সেটা বলতে পারছি না।

সারাবাংলা/ইআ

ট্রেন চলাচল বন্ধ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর