চলতি এডিপিতে ডেল্টা প্ল্যানের অন্তর্ভূক্তিসহ প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিতের নির্দেশ
২৮ জানুয়ারি ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮
ঢাকা: জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর কারিগরি সহায়তায় দক্ষতা বাড়ানোর মাধ্যমে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু প্রকল্পের বাস্তবায়ন শুরু হলেও এটি এখনো বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যুক্ত করা হয়নি। এ প্রেক্ষিতে প্রকল্পটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অন্তর্ভূক্তিসহ প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে প্রকল্পটির স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিকল্পনা সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা সূত্রে জানা যায়, পিএসসি সভায় সাধারণ অর্থনীতি বিভাগের উপপ্রধান ও উপ প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মুন্তাসিম বিল্লাহ বলেন, বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে জাইকার সহায়তায় ‘প্রজেক্ট অন দ্য ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব বাংলাদেশ ডেল্টাপ্ল্যান ২১০০’ কারিগরি সহায়তায় প্রকল্পটির ব্যয় মোট ৫ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১ কোটি ২২ লাখ ২২ হাজার টাকা এবং প্রকল্প অনুদান ৪ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে গত বছরের জানুয়ারী থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।
উপ-প্রকল্প পরিচালক সভায় বলেন, উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে কারিগরি সহায়তা দেওয়ার জন্য ২০২২ সালের ২২ নভেম্বর জাইকা এবং বাংলাদেশ সরকারের মধে রেকর্ড অব ডিসকাশন (আরডি) সই করা হয়।
এই রেকর্ড অব ডিসকাশনের (আরডি) জন্য প্রকল্পের জাইকা অংশের কার্যক্রম অর্থাৎ প্রশিক্ষেণর মাধ্যেমে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়।
তিনি আরও জানান, চলতি ২০২৪-২৫ অর্থবছরের এডিপি প্রণয়নের পর প্রকল্পটি অনুমোদিত হওয়ার কারণে এই প্রকল্পটি এডিপিতে অন্তর্ভুক্ত নেই। তবে প্রকল্পটি অনুমোদনের পর প্রকল্পের অনুকূলে অর্থ বিভাগ থেকে ‘প্রকল্প কোড’ পাওয়া গেছে। ‘প্রকল্প কোড’ প্রাপ্তির পর এডিপি বা আরডিপি ম্যানেজমেন্ট সিস্টেমে (এএমএস) প্রকল্পের তথ্যাদি ইনপুট দেওয়া এবং চলতি অর্থ বছরের এডিপিতে অন্তর্ভুক্ত করা ও প্রকল্পের অনুকূলে সরকারি অংশের জন্য নির্ধারিত অর্থ বরাদ্দ প্রাপ্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় উপপ্রকল্প পরিচালক আরোও বলেন, জাইকা অংশে এ পর্যন্ত মোট ৪০টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ডেল্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ ও সংস্থার মোট ৪৮ জন কর্মকর্তার প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে বলে জাইকাকে অবহিত করা হয়েছে। জাইকার তত্ত্বাবধানে সরাসরি ব্যয় নির্বাহের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরে ডেল্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ আরও দুই জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জাইকা থেকে জানানো হয়েছে। এ পর্যন্ত জাইকা অংশের আওতায় ডেল্টা বিষয়ক নলেজ ডিসেমিনেশন ওয়ার্কশপ ফর বিডিপি-২১০০ ইমপ্লিমেন্টেশন দুটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আলোচনার পর প্রকল্পটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের এডিপি’তে অন্তর্ভুক্তিসহ প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির বিষয়ে দ্রুত কার্যক্রম নেওয়ার জন্য সভাপতি দিক নির্দেশনা দেন।
সারাবাংলা/জেজে/ইআ