Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এ সরকার বিশেষ একটা দল সমর্থিত’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৫০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৫:৩৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: ১/১১ সরকার ছিল সেনা সমর্থিত, বর্তমান সরকার বিশেষ একটা দল সমর্থিত— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এ আলোচনা সভা আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, ‘‘১/ ১১ -এর সরকারকে বলা হতো সেনাসমর্থিত সরকার। বর্তমান ছাত্র-জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল সমর্থিত সরকার। এ সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে।’’

‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দলটির লোকেরা হচ্ছে প্রধান। শিক্ষা প্রকৌশল অধিদফতরের ১ নম্বর প্রকৌশলী ছাত্রদল করত। তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি। সেখানে ৫ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে। কারণ, সে ওই বিশেষ দলের সদস্য’’— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘‘প্রশাসনের সর্বত্র এখনো ফ্যাসিবাদের লোকেরা বহাল তবিয়তে রয়েছে। তাদের কাজ হচ্ছে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করা।’’

সারাবাংলা/এজেড/ইআ

রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর