Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৫:০৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৮

ঢাকা: নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের জানান দেয় নতুন এই রাজনৈতিক দলটি। এ সময় দলটি তাদের কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরে।

দলের আহ্বায়ক মেজর জেনারেল মো. এহতেশাম উল হক নিজেদের অবস্থান সম্পর্কে জানান। তিনি বলেন ‘বিপ্লবী ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে সার্বভৌমত্ব আন্দোলন। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে সার্বভৌমত্ব আন্দোলন, যারা সবসময় দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।’

তিনি বলেন, ‘আমাদের নীতিগুলো দেশ প্রেমের চেতনায় পরিপূর্ণ হবে। ঐক্য, ত্যাগ ও জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে। আমরা প্রতিজ্ঞা করছি বাংলাদেশে ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ কোন নাগরিক বৈষম্যের শিকার হবে না।’

মো. এহতেশাম উল হক বলেন, ‘আমরা একটি আধুনিক জবাবদিহিতাপূর্ণ ও সুসজ্জিত পুলিশবাহিনী আইন-শৃঙ্খলা নিশ্চিত করব। নাগরিকদের অধিকার রক্ষা করব ও আইনের শাসন সমুন্নত রাখব। একইভাবে সশস্ত্র বাহিনীর বাংলাদেশ রাইফেলস আনসার ও ভিডিপিতে সংস্কার গণতান্ত্রিক তথ্যপ্রধান বজায় রেখে জাতীয় নিরাপত্তা এবং প্রস্তুতিকে বৈশ্বিক মানে উন্নীত করব।’

বিজ্ঞাপন

আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। ছবি: সারাবাংলা

সাধারণ মানুষ তাদের এই দলকে কেনো সমর্থণ করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণ চায় দুর্নীতিমুক্ত দেশ। তাই আমরা ঘোষণা করছি রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্র থেকে দুর্নীতি নির্মূল করব। এই দুর্নীতি নির্মূল কেবল আমাদের একটি অগ্রাধিকারই নয়, এটি আমাদের এই রাজনৈতিক দলের পক্ষ থেকে জনগণের জন্য দেওয়া অঙ্গীকার। আর তাই আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের লড়াইয়ে শামিল হোন। আমাদেরকে কাজ করার সুযোগ দিন। আপনারও আমাদের সঙ্গে থাকুন। আমরাও আপনাদের মানে জনগণের পাশে থাকব।’

বর্তমান সরকারের সঙ্গে আমরা বৈঠকে বসতে পারব এমন আশা ব্যক্ত করে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির আহ্বায়ক বলেন, ‘আমরা বর্তমান সরকারের সঙ্গে হাত মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী। সরকার আমাদের সেই সুযোগ দিবে, এমন প্রত্যাশা করছি।’

এ সময় তারা নির্বাচন নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে মো. এহতেশাম উল বলেন, ‘বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলব ছয় মাস হয়ে গেল তারা দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব পাওয়ার পরে তারা বিভিন্ন কমিশন গঠন করেছেন। আমরা আশা করব, সেই কমিশনের সুপারিশগুলো তারা যথাযথভাবে মূল্যায়ন করবেন। বিভিন্ন রাজনৈতিকদলগুলোর সঙ্গে বসে তারা এটির একটা যৌক্তিক সমাধান করবেন এবং তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন।’

এ সময় তিনি অভিযোগ করে আরও বলেন, সরকারি বিভিন্ন ক্ষেত্রে এখনো কোনো কোনো জায়গায় ফ্যাসিস্ট লোকজন রয়ে গেছেন। যেমন প্রশাসনের ক্ষেত্রে এখনো ফ্যাসিস্ট সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত সচিব রয়ে গেছেন। আমরা সরকারকে অনুরোধ করব এই জায়গাগুলোতে সংস্কার করতে এবং দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর চৌধুরী ওবায়দুল্লাহ মামুনসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এফএন/এমপি

আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর