Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯১৮ কোটি টাকা আত্মসাৎ
এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ২২:২০

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম – (ফাইল ছবি)

ঢাকা: ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে মুনাফাসহ ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদক থেকে মামলাটি করা হয় বলে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাৎসহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর/স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের অপরাধ করেছেন।

সারাবাংলা/জিএস/আরএস

আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর