Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি সই

সারাবাংলা ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১১:০৭

আইএফসির সঙ্গে ৩৫ মিলিয়ন ডলারের আর্থিক চুক্তি সই করেছে ব্যাংক এশিয়া।

ঢাকা: এমএসএমই খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাংকের বেসরকারি খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে ৩৫ মিলিয়ন ডলারের আর্থিক চুক্তি সই করেছে ব্যাংক এশিয়া।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এবং আইএফসি রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক মি. অ্যালেন ফরলেমু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই শেষে চুক্তিপত্র বিনিময় করেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান এবং এ এন এম মাহফুজ, এসইভিপি জিয়া আরফিন, আইএফসির উইলফ্রেড ট্যামেগনন (ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা) সোমবার ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অ্যালেন ফরলেমু বলেন, ‘আইএফসি বাংলাদেশের আর্থিক খাতের চলমান অংশীদার হিসেবে এমএসএমই খাতের সম্প্রসারণের জন্য অর্থের জোগানে কাজ করছে। এমএসএমই এ দেশের অর্থনীতির মেরুদণ্ড। ব্যাংক এশিয়ায় আমাদের বিনিয়োগ বাংলাদেশের বেসরকারি খাতকে শক্তিশালী করার জন্য চলমান প্রতিশ্রুতির অংশ, এর মাধ্যমে এসএমই খাতের সম্প্রসারণ, বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হবে।’

এই অনুষ্ঠানে বক্তব্য দেন সোহেল আর কে হোসেন। তিনি বলেন, ব্যাংক এশিয়া তার শক্তিশালী ব্যালান্স শিট এবং প্রায় আট মিলিয়ন গ্রাহকের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের সুবিধার মাধ্যমে তার এসএমই পোর্টফোলিও সম্প্রসারণে এক অনন্য অবস্থানে রয়েছে। ব্যাংক এশিয়া বাংলাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের পথিকৃৎ।

সারাবাংলা/ইআ