Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ আহনাফের বাবা-মা’র খোঁজ নিলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৮

শহিদ আহনাফের পরিবারের কাছে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানী ঢাকার মিরপুর-১০ এলাকায় শহিদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফের বাবা-মা’র সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিএনএফ শাহীন কলেজের শিক্ষার্থী শহিদ আহনাফের পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির নেতা শাকিল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, হাবিবুল বাশার, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান, ঢাকা মহানগর ছাত্রদল (পশ্চিম)-এর সভাপতি রবিন, সাধারণ সম্পাদক আকরাম, বেসরকারী ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শরিফুল ইসলাম, মিরপুর বাংলা কলেজ ছাত্রদল নেতা আকাশ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, শহিদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফ গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মিরপুর-১০ এলাকায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায়।

সারাবাংলা/এজেড/পিটিএম

খোঁজ টপ নিউজ তারেক রহমান বাবা-মা শহিদ আহনাফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর