সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে মো. সোহেল রানা নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মোছা. সালমা বেগম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া জেলার আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মো. মনসুর আলীর ছেলে।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুন বিকেলে সিরাজগঞ্জের সায়দাবাদ রেলস্টেশনের সামনে ট্রাকের ভেতর প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। ওই সময় দেশে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছিল। স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ থাকায় চন্দ্রা থেকে ওই প্রতিবন্ধী তরুণী ও দুইজন পুরুষ যাত্রীকে ট্রাকে উঠান চালক। পরে ট্রাক নষ্ট হওয়ার কথা বলে
পুরুষ যাত্রীদের ট্রাক থেকে নামিয়ে দিয়ে চালক সোহেল রানা ধর্ষণ করে। তরুণী চিৎকার করলে ট্রাক থেকে নামিয়ে দেওয়া এক যাত্রী ঘটনাটি মুঠো ফোনে ভিডিও করেন। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রাক নিয়ে পালিয়ে যায়। তখন ওই যাত্রী ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকসহ চালককে আটক করে ভিকটিমকে উদ্ধার করে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন প্রতিবন্ধী তরুণীর বাবা। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদলতে । স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ডাদেশপ্রাপ্ত ট্রাকচালক সোহেল রানাকে কারাগারে থাকতে হবে।