Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে নাঈমের প্রথম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:৫৯

৫৫ বলে বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি নাঈমের

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই খুলনা টাইগার্সের। রংপুর রাইডার্সের বিপক্ষে কঠিন এই ম্যাচে দলকে দারুণ এক সূচনা এনে দিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। বিপিএলের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে খুলনাকে ২২০ রানের বিশাল পুঁজি এনে দিয়েছেন তিনি।

আগেই প্লে-অফ নিশ্চিত করা রংপুরের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল খুলনা। মেহেদি মিরাজের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিল নাঈম। ম্যাচের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন নাঈম। অন্য প্রান্তে সতীর্থরা বড় স্কোর গড়তে না পারলেও নাঈম ছিলেন ক্রিজে অবিচল।

বিজ্ঞাপন

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন নাঈম। ৩৩ বলে নাঈম তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ফিফটি তুলে নিয়ে আরও আগ্রাসী ব্যাটিং করেছেন নাঈম। ইনিংসের ১৮তম ওভারে এসে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম। ৫৫ বলে তিন অংক ছুঁয়েছেন নাঈম। বিপিএলে এটিই তার প্রথম সেঞ্চুরি। বিপিএলের এই আসরে এটি ষষ্ঠ সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ৭ চার ও ৮ ছক্কায় ৬২ বলে ১১১ রানে অপরাজিত থাকেন নাঈম। নাঈমের সঙ্গে বোসিতো ও মাহিদুল আকনের ক্যামিওতে ২০০ পেরোয় খুলনার স্কোর। ২০ ওভার শেষে ৪ উইকেটে ২২০ রান তোলে খুলনা।

সারাবাংলা/এফএম

খুলনা টাইগার্স নাঈম শেখ বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর