Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদাবর বালুর মাঠে যুবককে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৭:৪৮

আহত যুবক সুমন শেখ (২৬)।

ঢাকা: রাজধানীর আদাবর বালুর মাঠ এলাকায় সুমন শেখ (২৬) নামে এক যুবককে কুপিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুর ২টার দিকে আদাবর বালুর মাঠে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্থানীয় লিটন নামের এক ব্যক্তি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সুমনকে হাসপাতালে নিয়ে আসা মো. লিটন বলেন, ‘আদাবরে বালুর মাঠ এলাকায় সুমন হাত ধরে কান্নাকাটি করছিলেন। পরে কাছে গিয়ে দেখতে পাই তার বাম হাতের কব্জি নাই। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

হাসপাতালে আহত মো. সুমন শেখ জানান, তার বাসা দারুসসালাম আনসার ক্যাম্প এলাকায়। তিনি রাজমিস্ত্রীর কাজ করেন। সকালে আদাবর ১০নম্বর এলাকায় তার ফুফুর বাসায় যান। দুপুরে ফুফুর বাসা থেকে বের হয় দারুসসালাম যাওয়ার জন্য। আদাবর বালুর মাঠ এলাকায় আসলে টুন্ডা বাবুসহ কয়েক জন তার কাছ থেকে মোবাইল কেড়ে নিতে চায়। জোড়াজুড়ি করলে চাপাতি দিয়ে আঘাত করে। এতে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিজ্ঞাপন

সুমন দাবি করেন, তাদের কাউকেই আগে থেকে চিনতেন না। একজনের মুখে শুনতে পায় টুন্ডা বাবুর নাম। মোবাইল ফোন নিতেই তাকে চাপাতি দিয়ে কুপিয়েছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আদাবর এলাকা থেকে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর