Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা দেশের জন্য জীবন দিতে পারে, তারা রাজনীতিতেও আসতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫ ২৩:৪৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ২৩:৪৭

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের ভালো সম্ভাবনা আছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা দেশের জন্য জীবন দিতে পারে, তারা রাজনীতিতেও অংশ নিতে পারে।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার সময় ফিন্যান্সিয়াল টাইমসের একটি পডকাস্ট সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ‘র‌্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘‘শিক্ষার্থীরা দেশের জন্য কাজ করছে। তারা বলে, কেন আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করব না? আমি বলি, পুরো জাতি তাদেরকে চেনে। তারা যা করতে চায়, সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই। সুতরাং, তারা এটা করবে।’’

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ শিক্ষার্থীদের সম্ভাব্য এই রাজনৈতিক দলে বিভাজন তৈরি হতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন তিনি।’

ড. ইউনূস বলেন, ‘দল গঠনের প্রক্রিয়ায় তারা বিভক্ত হয়ে যেতে পারে। এটাও একটা বিপদ। কারণ রাজনীতি শুরু হলে অন্যান্য রাজনীতিবিদরা তাদের প্রভাবিত করার চেষ্টা করবে। দেশের রাজনীতির প্রচলিত যে ধারা, তা থেকে তারা (শিক্ষার্থীরা) নিজেদের আলাদা রাখতে পারবে কি না, জানি না। তবে শিক্ষার্থীরা এরই মধ্যে দেশজুড়ে প্রচারণা ও সংগঠনের কাজ শুরু করেছে।’

উপস্থাপক মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন, ‘ভারত যা বলছে, তার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে, বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। সেখানে ইসলামিস্টরা রয়েছে, যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ বিষয়ে আপনি কী বলবেন?’

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এমন লক্ষণ দেখি না। অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। বাংলাদেশের তরুণ সমাজ সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই।’

তিনি আরও বলেন, ‘তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার। কারণ, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে।’

এ ছাড়া পডকাস্টে ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা ঢাকায় এসে বাংলাদেশকে ‘প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি’ দিয়েছেন।

সারাবাংলা/এইচআই

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ফিন্যান্সিয়াল টাইমস বিশ্ব অর্থনৈতিক ফোরাম র‌্যাচম্যান রিভিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর