আম বয়ানের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
৩১ জানুয়ারি ২০২৫ ০৩:৩১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১১:২৬
গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্বের প্রথম ধাপ। বয়ানের অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা জুবায়ের।
এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হলো ৩১ জানুয়ারি। আখেরি মোনাজাত ২ ফেব্রুয়ারি। ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হবে ৩ ফেব্রুয়ারি। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।
দেখা গেছে, ইজতেমার অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বাস, ট্রাক, পিকআপ ভ্যানে করেও ময়দানে আসছেন অনেকে। ইজতেমা মাঠের প্রায় প্রতিটি প্রবেশপথেই মুসল্লিদের জটলা দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথেই চাপ বেড়েছে মুসল্লিদের।
ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে খাবার পানি, অজুখানা, পুরোনো টিউবওয়েল, বাথরুম ও কাচা পাকা টয়লেট সংস্কার করা হয়েছে। বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, পানির পাইপলাইন, পানির ট্যাংক বসানোরসহ বাঁশের খুঁটি বসানো হয়েছে। মুসল্লিদের যাতায়াতে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেজন্য তুরাগ নদে পারাপারের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে পাঁচটি অস্থায়ী ভাসমান সেতু এবং বি আই ডব্লিউ টি এ এর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে একটি ভাসমান সেতু।
র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, ‘দুই পক্ষের অন্তঃকোন্দল ছাড়া আপাতত অন্য কোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তার সবগুলোই নেওয়া হয়েছে।’
ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তায় র্যাবের ফুট পেট্রোল, গাড়ি টহল, মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষক দল, ময়দানসহ আশপাশের এলাকায় ১২৩টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি।
সারাবাংলা/পিটিএম