ময়মনসিংহ: ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াসিন আবীর ও মেহেদী হাসান নামের দুই বন্ধু নিহত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মহাসড়কের নগরীর দিগারকান্দায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আবীর ময়মনসিংহ নগরীর মাসকান্দার বাসিন্দা ও মেহেদী হাসান পুরোহিত পাড়ার বাসিন্দা।
কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে দুই বন্ধু ঘটনাস্থলে মারা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।