Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বাবর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২৩:০১

লুৎফুজ্জামান বাবার। ফাইল ছবি

ঢাকা: পবিত্র ওমরায় করতে যাওয়ার পথে দুবাইয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন লুৎফুজ্জামান বাবর। পথে বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিক তাকে দুবাই হাসপাতালে নেওয়া হয়।

শায়রুল কবির খান আরও জানান, দুবাই হাসপাতালে তাত্ক্ষণিক চিকিৎসার এখন তিনি অনেকটা সুস্থ আছেন। সব কিছু ঠিক থাকলে শুক্রবারই (৩১ জানুয়ারি) তিনি দুবাই থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বেশ কয়েকটা মামলায় ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মুক্তির পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে ওঠায় পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে রওনা দেন তিনি। ভ্রমণজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুবাইয়ে যাত্রাবিরতী দিতে হয় তাকে।

সারাবাংলা/এজেড/এমপি

পবিত্র ওমরা লুৎফুজ্জামান বাবর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর