Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করলেন সারজিস আলম

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৯:১৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২৩:০১

বিয়ে করেছেন সারজিস আলম।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। তবে গোপন রাখা হয়েছে পাত্রীর নাম-পরিচয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) সারজিসের বিবাহ সম্পন্ন হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম পোস্ট করেছেন। বিয়ে সংক্রান্ত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ছবিতে সারজিস ছাড়াও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা গেছে।

বিজ্ঞাপন

এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই পোস্টে তিনি লেখেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

এই পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন। যেখানে, সারজিসের বিবাহ পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানাতে দেখা গেছে।

এছাড়া, সারজিস আলমের সহধর্মিণী সম্পর্কে জানতে তার একাধিক ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করলে তারা সে বিষয়ে বলতে রাজি হননি।

সারাবাংলা/ইউজে/এআইএন/এমপি
বিজ্ঞাপন

আরো