Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৭

মরদেহ। প্রতীকী ছবি

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি বাড়ির সেপটিক ট্যাংকের মধ্য থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খরসংঘ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের কৃষক ইব্রাহিম মোল্লার স্ত্রী। এ ঘটনার পর থেকে ইব্রাহিম পলাতক রয়েছেন।

উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শাহজাহান আলী জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাতে তারা নাসিম বেগমের মরদেহ উদ্ধার করেন। তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে তাকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেওয়া হয় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

খুলনা গৃহবধূ নিহত

বিজ্ঞাপন

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর