Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের বিপক্ষে ১২ জন নিয়ে খেলেছে ভারত!

স্পোর্টস ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৩ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫০

কনকাশন সাব হিসেবে রানার মাঠে নামাতেই বিতর্ক

ভারতের ম্যাচে আম্পায়ারিংয় নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে গত রাতের টি-২০ ম্যাচে যা হয়েছে, সেটা আগে কখনোই দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট। কনকাশন সাব হয়ে হার্শিত রানার মাঠে নামাই সৃষ্টি করেছে নতুন বিতর্ক। অলরাউন্ডার শিভাব দুবের পরিবর্তে পেসার রানার মাঠে নামাতেই ক্ষুব্ধ ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক জস বাটলার চেয়েছেন ম্যাচ রেফারির ব্যাখ্যাও।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-২০তে আগে ব্যাটিংয়ে নেমে ১৮১ রান তুলেছিল ভারত। ফিল্ডিংয়ের ৯ম ওভারে কনকাশনের কারণে মাঠ ছাড়েন দুবে। তার পরিবর্তে মাঠে নামেন হার্শিত রানা। মাঠে নেমে দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক বনে গিয়েছেন তিনিই।

বিজ্ঞাপন

আর এতেই চটেছে ইংল্যান্ড শিবির। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক বলছেন, ভারত কনকাশন সাবের নিয়ম না মেনেই রানাকে মাঠে নামিয়েছিল, ‘দুবে ও রানার বদলিটা মোটেও একই ধরনের খেলোয়াড়ের মধ্যে হয়নি। আমরা এটার সাথে মোটেও একমত নই। আমরা এমন সিদ্ধান্ত মানতে পারছি না।’

কনকাশন সাবের নিয়ম হচ্ছে, যে ক্রিকেটার মাঠ ছাড়বেন, তার বদলি হিসেবে নামবেন একই ধরনের ক্রিকেটার। দুবে অলরাউন্ডার হলেও রানা পুরদমে পেসার। কনকাশন সাবের আগে প্রতিপক্ষ অধিনায়কের সাথেও করতে হয় আলোচনা।

বাটলার বলছেন, তার সাথে কোনো আলোচনাই করেননি ভারতীয় অধিনায়ক, ‘আমাদের সাথে কোনো পরামর্শ করা হয়নি। ব্যাটিংয়ের সময় আমরা ভাবছিলা, রানা কার জায়গায়? তারা বলেছে এটা কনকাশন সাব। ম্যাচ রেফারিই তো সিদ্ধান্তটা নিয়েছে। এটা নিয়ে আমি ম্যাচ রেফারির কাছে ব্যাখ্যা চাইব।’

অনেকেই বলছেন, আন্তর্জাতিক ম্যাচেও আইপিএলের মতো সুপার সাব করেছে ভারত। বাটলার খানিকটা খোঁচা মেরেই বলেছেন, ভারত ১২ জন নিয়েই মাঠে নেমেছিল, ‘হয়তো পরের ম্যাচে টসের সময় বলব আমরা ১২ জন নিয়ে খেলব! আসলে মাঠে যা হয়েছে সেটার সাথে একেবারেই একমত ছিলাম না আমরা। অবশ্যই খানিকটা হতাশও।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কনকাশন সাব ভারত-ইংল্যান্ড হার্শিত রানা

বিজ্ঞাপন

বিকেলে পর্দা উঠছে অমর একুশে বইমেলার
১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২

আরো

সম্পর্কিত খবর