Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার আকাশে ঝলমলে রোদ, অন্যত্র কুয়াশায় ঢাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৯

নদ-নদীর তীরবর্তী এলাকায় ঘন কুয়াশা। ছবি: সারাবাংলা

ঢাকা: গত দুই দিনের বৃষ্টির প্রভাব কমে গেছে। তাই সকাল থেকেই রোদের দেখা মিলেছে ঢাকার আকাশে। তবে এখনো দেশের কোথাও কোথাও কুয়াশায় ঢাকা। বিশেষ করে নদ-নদীর তীরবর্তী এলাকায় ঘন কুয়াশা। যে কারণে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে।

এদিকে শনিবার (১ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিনও বৃষ্টির সম্ভাবনা নেই তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবারও (৩ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ওইদিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ওই দিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে। এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যদিও এর প্রভাব বাংলাদেশের ওপরে পড়বে না বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/জেআর/ইআ

ঘন কুয়াশা

বিজ্ঞাপন

বিকেলে পর্দা উঠছে অমর একুশে বইমেলার
১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২

আরো

সম্পর্কিত খবর