Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি মহাসচিবের আশ্বাসে হরতাল প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৩

হরতাল প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা

ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা হরতাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুষ্ঠু সমাধানের আশ্বাসে প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। এ সময় তিনি জানান, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসে হরতাল প্রত্যাহার করা হয়েছে।

ভোর সাড়ে ৫টা থেকে ৬ ঘণ্টার হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থনকারীরা। ফলে ভোগান্তিতে পরেন সাধারণ পথচারীরা। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এর জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ।

জানা যায়, র্দীঘদিন পরে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। শনিবার দুওসুও ইউনিয়নের সম্মেলন স্থগিতের আদেশ দিলে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ।

সারাবাংলা/এইচআই

দুওসুও ইউনিয়ন বিএনপি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতাল

বিজ্ঞাপন

সেই রামদা জ্যোতি কারাগারে
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬

দেশে ৩৮ ধরনের ক্যানসার রোগীর সন্ধান
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬

আরো

সম্পর্কিত খবর