Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার নিন্দা জানিয়েছেন ড. ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪১

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার নিন্দা করে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা- এ সরকারের একটি মূল লক্ষ্য।

কুমিল্লায় বাড়ি থেকে যৌথবাহিনীর হাতে আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় এক বিবৃতি এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ‍উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ ফেব্রুয়ারি) ‘চিফ অ্যাডভাইজার-জিওবি’ নামের ফেসবুক পেজে এ বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, অভিযোগের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তৌহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে। পরে পুলিশ তাকে কুমিল্লা হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার দেহে আঘাতের চিহ্ন ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তার মৃত্যুর বিষয়ে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার নিন্দা করে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের একটি মূল লক্ষ্য।

দেশের ফৌজদারি বিচারব্যবস্থা সংস্কারের জন্য সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। এই কমিশনগুলোর বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

উল্লেখ্য গত ৩১ জানুয়ারি রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক মো. তৌহিদুর রহমান (৪০) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সারাবাংলা/জিএস/আরএস

ড. মুহাম্মদ ইউনূস যুবদল নেতা তৌহিদুল ইসলাম হেফাজতে নির্যাতন ও হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর