Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমা ময়দানে হাসনাত আবদুল্লাহ ও মামুনুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯

ময়দানে হাসনাত আবদুল্লাহ্ ও মামুনুল হক সাক্ষাৎ করেন। ছবি: সারাবাংলা

গাজীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিশ্ব ইজতেমার ময়দানে এসেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেট-২ দিয়ে প্রবেশ করেন। ময়দানে তাদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

ময়দানে প্রবেশের পর তারা মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। এরপর তারা ইজতেমা ময়দান ঘুরে পরিদর্শন করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদূর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

সারাবাংলা/এমপি

৫৮ তম বিশ্ব ইজতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আবদুল্লাহ্

বিজ্ঞাপন

দখল ও দূষণমুক্ত হচ্ছে ঢাকার ৬ খাল
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৭

৮ জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৬

আরো

সম্পর্কিত খবর