নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত ১
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬
নাটোর: নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তানভীর আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তানভীর চকরামপুর মহল্লার আব্দুস সালামের ছেলে ও পচুর হোটেলের কর্মচারী ছিলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চকরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান,তানভীর হোটেলের একটি টেবিল পরিস্কার করার সময় হোটেলের দেয়ালে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যায়। পরে হোটালের অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে জানান তিনি।
সারাবাংলা/এসডব্লিউ