Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনীতিবিদদের লুটেরা চরিত্রে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে’

স্পেশাল করেসপডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৯

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতারা সংবাদ সম্মেলন করেন

ঢাকা: বাংলাদেশে বৃহৎ পুঁজির মালিক ও অসৎ রাজনীতিবিদদের লুটেরা চরিত্রের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। এ ছাড়া সংগঠনের নেতারা ১২ দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা করেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) পুরানা পল্টনের মুক্তিভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন- সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রিকশা-ভ্যান-ইজিবাইক ইউনিয়নের উপদেষ্টা কাফী রতন, সংগঠনের নেতা আব্দুল কুদ্দুস ‍ও আরিফুল ইসলাম নাদিম লিটন নন্দি প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, দেশের অর্থনীতিকে এখনো সচল রেখেছে এ দেশের কৃষক-শ্রমিক-প্রবাসী ও ক্ষুদ্র পুঁজির বিনিয়োগকারীরা। ক্ষুদ্র পুঁজির বিনিয়োগের সর্ববৃহৎ খাত এই দেশের ব্যাটারিচালিত যানবাহন। এই খাত ৬০ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের প্রান্তিক পুঁজির বিনিয়োগ ও স্থানীয় উৎপাদন ব্যবস্থাকে সচল রেখে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই পুঁজির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বিনিয়োগকারী নিজেই শ্রমিক হিসেবে কর্মরত থাকেন। ফলে এটি আত্মকর্মসংসস্থানের সুবিশাল ক্ষেত্র হিসেবেও বিবেচিত।

বিজ্ঞাপন

এ ছাড়া সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ‍লিখিত বক্তব্যে ১২ দাবি তুলে ধরেন।

  • দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে।
  • চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।
  • ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে।
  • শ্রমিকদের ওপর সব জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ‍ও হয়রানি বন্ধ করতে হবে।
  • শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে।
  • সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন এবং চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে।
  • শ্রমিক নেতাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে।
  • জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও ব্যাটারিচালিত যানবাহন সংক্রান্ত সব রিট দ্রুত নিষ্পত্তি করতে হবে।
  • ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহণ ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে।
  • অসৎ বাজার সিন্ডিকেট ভেঙে রিকশা যন্ত্রাংশসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে।
  • শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
  • দেশের অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেলচালিত বাহনের অমানবিক শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে।

১২ দফা দাবি আদায়সহ তা বাস্তবায়নের জন্য রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনের দ্বিতীয় জাতীয় সম্মেলন করার কর্মসূচি ঘোষণা করেন।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

১২ দফা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর