‘রাজনীতিবিদদের লুটেরা চরিত্রে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে’
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৯
ঢাকা: বাংলাদেশে বৃহৎ পুঁজির মালিক ও অসৎ রাজনীতিবিদদের লুটেরা চরিত্রের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। এ ছাড়া সংগঠনের নেতারা ১২ দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) পুরানা পল্টনের মুক্তিভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন- সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রিকশা-ভ্যান-ইজিবাইক ইউনিয়নের উপদেষ্টা কাফী রতন, সংগঠনের নেতা আব্দুল কুদ্দুস ও আরিফুল ইসলাম নাদিম লিটন নন্দি প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, দেশের অর্থনীতিকে এখনো সচল রেখেছে এ দেশের কৃষক-শ্রমিক-প্রবাসী ও ক্ষুদ্র পুঁজির বিনিয়োগকারীরা। ক্ষুদ্র পুঁজির বিনিয়োগের সর্ববৃহৎ খাত এই দেশের ব্যাটারিচালিত যানবাহন। এই খাত ৬০ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের প্রান্তিক পুঁজির বিনিয়োগ ও স্থানীয় উৎপাদন ব্যবস্থাকে সচল রেখে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই পুঁজির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বিনিয়োগকারী নিজেই শ্রমিক হিসেবে কর্মরত থাকেন। ফলে এটি আত্মকর্মসংসস্থানের সুবিশাল ক্ষেত্র হিসেবেও বিবেচিত।
এ ছাড়া সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা লিখিত বক্তব্যে ১২ দাবি তুলে ধরেন।
- দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে।
- চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।
- ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে।
- শ্রমিকদের ওপর সব জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করতে হবে।
- শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে।
- সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন এবং চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে।
- শ্রমিক নেতাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে।
- জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও ব্যাটারিচালিত যানবাহন সংক্রান্ত সব রিট দ্রুত নিষ্পত্তি করতে হবে।
- ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহণ ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে।
- অসৎ বাজার সিন্ডিকেট ভেঙে রিকশা যন্ত্রাংশসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে।
- শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
- দেশের অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেলচালিত বাহনের অমানবিক শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে।
১২ দফা দাবি আদায়সহ তা বাস্তবায়নের জন্য রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনের দ্বিতীয় জাতীয় সম্মেলন করার কর্মসূচি ঘোষণা করেন।
সারাবাংলা/এএইচএইচ/এইচআই
১২ দফা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন