Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজাব দিবস উপলক্ষে ঢাবিতে হিজাব র‍্যালি শিক্ষার্থীদের

ঢাবি করেসপনডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৯

হিজাব দিবস উপলক্ষে ঢাবিতে হিজাব র‍্যালি শিক্ষার্থীদের

ঢাকা: বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো হিজাব র‍্যালির আয়োজন করেছে ‘প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া ঢাকা ইউনিভার্সিটি’ নামে একটি প্লাটফর্ম।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাবির ভিসি চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে টিএসসি ও শেখ রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এরপর তারা সংক্ষিপ্ত আকারে সমাবেশ করেন।

সমাবেশে, বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটির গুরুত্ব বর্ণনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত বলেন, ‘হিজাব পরিধান করার ফলে বাংলাদেশের নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হয়। সেই বৈষম্যের বিপক্ষে আওয়াজ তোলার জন্য এই দিবসটি গুরুত্বপূর্ণ। হিজাব দিবস পালনের মাধ্যমে সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি সম্মানবোধ তৈরি হয়। মুসলিম নারীদের নানা অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ সামনে আসে। দিবসটি হিজাবের পক্ষে বৈশ্বিকভাবে সংহতি ও বোঝাপড়ার উন্নতিতে ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘বিগত চার বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ বিশ্ব হিজাব দিবস ঘিরে কিছু কিছু ইভেন্ট করেছে। তবে সার্বিকভাবে এটা এখনো বাংলাদেশে জনপ্রিয় না।’

র‍্যালিটির অন্যতম আয়োজক স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহবায়ক জামালুদ্দিন খালেদ বলেন, ‘যারা ফ্যাসিবাদের আমলে হিজাব নিকাব পরিধান করেছেন তারা বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন। শুধু হিজাব নিকাবই নয়, যারা দাঁড়ি টুপি পরতো তারাও বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমারা এগুলোকে এক ধরনের জঙ্গিবাদের চিহ্ন হিসেবে উপস্থাপন করেন। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/এসডব্লিউ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হিজাব র‍্যালি