Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই রামদা জ্যোতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৮

রামদা হাতে জ্যোতি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টিকারি জ্যোতিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সদর থানা পুলিশ শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) জ্যোতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জ্যোতি গত ৪ আগস্ট ছাত্রআন্দোলন দমনে যুবলীগের সন্ত্রাসীদের সঙ্গে প্রকাশ্য দিবালোকে রামদা নিয়ে ছাত্রজনতার ওপর হামলা চালায়।

উল্লেখ্য, আটক ‘রামদা জ্যোতি’ শহরের আশ্রমপাড়া এলাকার মুক্তিযোদ্ধা ও নাট্যজন রুপকুমার গুহ ঠাকুরতার সন্তান। জ্যোতি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করে চাকুরীচ্যুত হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জুলাই আন্দোলন দমনে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের ছত্রছায়ায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের দমনে জেলা যুবলীগের পেটোয়া বাহিনীর হয়ে জ্যোতি খালি গায়ে রামদা হাতে নিরীহ ছাত্রদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। জ্যোতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এইচআই

ঠাকুরগাঁও রামদা জ্যোতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর