Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলা শুরু, এখনো প্রস্তুত হয়নি অধিকাংশ স্টল

ঢাবি করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৩

অমর একুশে বইমেলা ২০২৫

ঢাকা: ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। তবে এখনো অধিকাংশ স্টল পুরোপুরিভাবে প্রস্তত হয়নি। কিছু স্টলের নির্মাণ কাজ শেষ হলেও সব বই এখনো মেলায় আসেনি বলে জানিয়েছেন প্রকাশকরা। তবে কিছু স্টলে বই বিক্রি শুরু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে এমন চিত্র দেখা যায়। অধিকাংশ স্টলে এখনো নির্মাণ কাজ চলছে। পাশাপাশি কিছু স্টল শুরু করেছে বই বিক্রি। এদিন পাঠক-দর্শনার্থীদেরও পদচারণা দেখা গেছে। তবে সংখ্যায় কম।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির স্টলগুলোতে কথা বলা জানা যায়, এখনো স্টল নির্মাণ কাজ শেষ করতে পারেননি তারা। তবে দুয়েকদিনের মধ্যে নির্মাণকাজ শেষ করে বই তুলবেন বলে জানিয়েছেন বাংলা একাডেমির স্টল ম্যানেজার। এ ছাড়া, সময় প্রকাশনীর সঙ্গে কথা বলে জানা যায় , তাদের অধিকাংশই ব‌ই আসেনি। এখনো স্টল সাজানোর কাজ চলছে।

জুলাই অভ্যুত্থান নিয়ে সব স্টলে থাকছে বই

জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে এবারের বইমেলায় লেখকরা নিয়ে আসছেন নানারকম বই। ইউনিভার্সিটি প্রেস লিমিটেডে কথা বললে তারা জানান, এবারের বইমেলায় তাদের বেশ কয়েকটি বই আসছে। তবে, এখন পর্যন্ত কোনো বই ছাপা শেষ হয়নি।

অন্য প্রকাশনীগুলোর একই অবস্থা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই অভ্যুত্থান নিয়ে তাদের ব‌ই আসছে। আদর্শ প্রকাশনীর স্টল থেকে জানানো হয়, জুলাই নিয়ে তাদের ‘সংবাদ পত্রের স্মৃতিতে জুলাই’ নামে একটি ব‌ই আছে। তবে এখনো স্টলে আসেনি।

দেশজ প্রকাশনীর সেলসম্যানরা জানান, জুলাই নিয়ে ড. কামরুল হাসানের লেখা ‘জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলো’ নামে ব‌ইটি এসেছে। মেলা ঘুরে দেখা যায় , তথ্যকেন্দ্র থাকলেও সেখানে কোনো লোক নেই‌। অন্যদিকে, প্রথম দিনে মানুষের উপস্থিতিও তেমন উল্লেখযোগ্য ছিল না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/পিটিএম

অমর একুশে বইমেলা টপ নিউজ প্রস্তুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর