Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে নেমে নিখোঁজ ৩ স্কুলশিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৪

ফুলজোড় নদী। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ফুলজোড় নদীতে গোসলে নেমে তিন স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামসংলগ্ন ফুলজোর নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ও সারজিল (১৬)। নিখোঁজ সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় আব্দুল মমিন বলেন, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে গিয়ে তাদের ছয় জন দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিন জন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে উঠে এসেছে।

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নদীর পানির গভীরতা ২৫ থেকে ৩০ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না। রাজশাহী ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। খুব শিগগির তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করবেন।’

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।’

সারাবাংলা/পিটিএম

৩ স্কুলশিক্ষার্থী নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর