Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমায় দুই দিনে ৪ মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৭

বিশ্ব ইজতেমা

ঢাকা: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে চার মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদিনে ওই চার মুসল্লির মৃত্যু হয়।

জানা যায়, দ্বিতীয় দিনে হবিগঞ্জ জেলার সদর থানাধীন রামনগর এলাকার মৃত দোস্ত মোহাম্মদপর ছেলে রমিজ আলী (৬০) ও একই জেলার বাহুবল থানাধীন রাগবপুর এলাকার মৃত নওয়াব উল্লাহর ছেলে ইয়াকুব আলী (৬০) মারা যান।

এর আগে, গত শুক্রবার শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন রানী শিমুল গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে ছাবেদ আলী (৭০) ‍ও খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) মারা যান।

তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

সারাবাংলা/এইচআই

বিশ্ব ইজতেমা মুসল্লির মৃত্যু

বিজ্ঞাপন

অভিনেত্রী গুলশান আরা আর নেই
১৫ এপ্রিল ২০২৫ ১৪:১৪

আরো

সম্পর্কিত খবর