ইজতেমায় যৌতুকবিহীন ৬৩ বিয়ে
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৯
১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৯
গাজীপুর: তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে ৬৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো সম্পন্ন হয়েছে। যৌতুকবিহীন বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বাদ আছর যৌতুকবিহীন বিয়ের আসর বসে। প্রতিবছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।
তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
বিয়ে পড়ানোর পর ভারতের মাওলানা যোহাইরুল হাসান সকল দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করা হয়।
উল্লেখ্য, রোববার (০২ ফেব্রুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের সমাপ্তি ঘটবে।
সারাবাংলা/এইচআই