মুন্সীগঞ্জে পুলিশ-ডাকাতের মধ্যে গুলি বিনিময়, ২ ডাকাত গুলিবিদ্ধ
১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৪
মুন্সীগঞ্জ: জেলা সদরে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এ সময় চারটি ককটেল, এক রাউন্ড রাইফেলের গুলি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার ও একটি স্পিডবোট জব্দ করেছে পুলিশ।
শনিবার(০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালীরচর গ্রামের মেঘনাবক্ষে সদর থানা পুলিশ ও মেঘনার নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির বাহিনীর মধ্যে এ গুলিবিনিময় হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেঘনার নৌ-ডাকাত কানা জহির ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের উদ্দেশ্যে কালীরচর গ্রামের বাচ্চা মেম্বারের বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পিডবোটে করে পালাতে চেষ্টা করে কানা জহিরসহ ৫ জনের ডাকাতদল। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। এ সময় পালটা গুলি ছুঁড়েন পুলিশ।
ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে গুলিতে কানা জহির ও তার সহযোগি মাসুদ গুলিবিদ্ধ হয়েছে। তবে পুলিশ পরবর্তীতে ডাকাত সদস্যদের ধরতে ধাওয়া করলেও তারা পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের খালে ঢুকে পড়ে। এক পর্যায়ে স্পিডবোট ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।’
সারাবাংলা/এইচআই