সৌদি আরবে প্রবাসীকে অপহরণ, খিলগাঁওয়ে ৩ অপহরণকারী গ্রেফতার
১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৮ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৭
ঢাকা: সৌদি আরবের রিয়াদে প্রবাসী ব্যবসায়ী রাসেলকে অপহরণ করে আটকে রেখে দেশে থাকা তার পরিবারের কাছ থেকে ৩৫ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করার ঘটনায় সংঘবদ্ধ চক্রের বাংলাদেশে অবস্থানকারী তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন— আকরাম (৩৩), মো. ইসমাঈল হোসেন (৩৪) ও মজিব রহমান নিলয় (২৬)।
এ সময় তাদের হেফাজত হতে মুক্তিপণ হিসেবে আদায়কৃত বিভিন্ন ব্যাংকে থাকা ১২ লাখ টাকা আইনানুগ প্রক্রিয়ায় ফ্রিজ করা হয়।
বুধবার (২৯ জানুয়ারি), বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষীপুর জেলার রামগঞ্জ থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, রাসেল একজন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী। গত ১১ জানুয়ারি একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন দিয়ে ব্যবসার কথা বলে নির্দিষ্ট ঠিকানায় যেতে বলে। সেখানে গেলে একটি চক্র তাকে অপহরণ করে। অপহরণের পর তার চোখ বেঁধে মারধর করে একটি ঘরে আটকে রাখে। রাসেলকে আটকে রেখে তার ওপরে অমানুষিক নির্যাতন করে চক্রটি গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দেশে থাকা তার পরিবারের নিকট হতে চক্রটির দেশে অবস্থান করা সদস্যদের মাধ্যমে মুক্তিপণ হিসেবে বিভিন্ন বিকাশ নম্বর ও এজেন্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৫ লাখ ৩৫ হাজার টাকা আদায় করে। মুক্তিপণের টাকা পাওয়ার পর অপহরণকারী চক্রটি রাসেলকে সৌদি আরবের রিয়াদের রাস্তায় ফেলে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর মো. কামরুল ইসলাম বাদী হয়ে গত ২১ জানুয়ারি খিলগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
থানা সূত্র জানায়, মামলাটি রুজুর পর খিলগাঁও থানা পুলিশ অপহরণকারী চক্রের বাংলাদেশে অবস্থান করা সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারে তৎপরতা শুরু করে। মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় অপরাধীদের চিহ্নিত করা হয়। এরপর গত বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার সিরন্দী গ্রামে রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আকরামকে গ্রেফতার করা হয়। আকরামের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সোনারামপুর বাজারে বাঞ্ছারামপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ইসমাঈল হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার রতনপুর গ্রামে অভিযান চালিয়ে মজিব রহমান নিলয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশে অবস্থানকারী চক্রের অন্যান্যদের গ্রেফতার ও মুক্তিপণের অবশিষ্ট অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সারাবাংলা/ইউজে/ এইচআই