কেমন আছেন তিতুমীর কলেজের অনশনরত শিক্ষার্থীরা
১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৪
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশনে বসেছেন কলেজটির কয়েকজন শিক্ষার্থী। তিনদিন ধরে চলা এই কর্মসূচিতে কেউ জ্ঞান হারিয়েছেন, কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। তীব্র শীত ও দীর্ঘ অনশনের ফলে তাদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।
শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্বে থাকা নায়েক নূর মোহাম্মদ জানান, অনশনকারীরা গুরুতর অসুস্থ, তিন জন সোহরাওয়ার্দী মেডিকেলের ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসারাত, সবার শরীলের স্যালাইন চলছে, কলেজ প্রসাশন থেকে ডাক্তার সার্বক্ষনিক তত্বাবধানে রেখেছে ওদেরকে।
তিনি আরো বলেন, ডাক্তার আরো দুইজনকে হসপিটালে নিয়ে যেতে বলেছে, আমরা আরেকটু অপেক্ষা করছি দেখি কতক্ষণ ওরা এখানে থাকতে পারে। হতাশার সুরে তিনি বলেন, মশার কামড় এবং তীব্র শীত পাশাপাশি ৩দিন অনশনে সবার শরীরের অবস্থায় আশংকাজনক।
অনশনকারীদের অবস্থা গুরুতর হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট কোন আশ্বাস প্রদান করা হয়নি। অন্যদিকে, শিক্ষার্থীদের এ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে কলেজটির সহশিক্ষামূলক সংগঠন গুলাও সাবেক শিক্ষার্থীরা। তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সারাবাংলা/এমআর/এসএইচএস