সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট তুহিনের বাবা তাইজ উদ্দিন আর নেই
২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৪
ঢাকা: সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট এমদাদুল হক তুহিনের বাবা শেখ মোহাম্মদ তাইজ উদ্দিন (এসকান্দর) আর নেই।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। এমদাদুল হক তুহিন নিজেই সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ মোহাম্মদ তাইজ উদ্দিন (এসকান্দর) পেশায় একজন স্বাস্থ্য সহকারী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়।
জানা গেছে, তাইজ উদ্দিন লিভার সিরোসিস ও ক্যানসারে আক্রান্ত ছিলেন। এ ছাড়া, শ্বাসকষ্ট ও নানা শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসাপতালের (বিএসএমএমইউ) লিভার বিভাগের অধীনে তার চিকিৎসা চলছিল। শ্বাসকষ্ট নিয়ে মারাত্মক জটিলতা দেখা দিলে বেশ কয়েকবার ২৫০ শয্যা টিভি হাসপতালেও ভর্তি হন তিনি।
তুহিন জানান, সর্বশেষ গেল ২৬ জানুয়ারি তার বাবা তাইজ উদ্দিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে ৩০ জানুয়ারি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই আজ রাতে মৃত্যুবরণ করেন তিনি।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ে তাইজ উদ্দিনের মরদেহের জানাজা ও দাফন কাজ সম্পন্ন হবে বলে জানান এমদাদুল হক তুহিন।
সারাবাংলা/পিটিএম