রামপুরায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত ২
২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৬
ঢাকা: রাজধানীর রামপুরা উলন রোডে কলা বিক্রেতা মো. জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শনিবার (১ ফেরুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম রামপুরা উলন পোড়াবাড়ি এলাকায় এই গুলির ঘটনায় তারা আহত হয়। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে আহত জিলানীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাদের বাসা রামপুরা পোড়াবাড়ি ঝিলপার এলাকায়। ঘটনার সময় তার বাবা রাস্তার পাশে কলা বিক্রি করছিলেন। আর শুভ নামের ওই কিশোর পিঠা কিনতে গিয়েছিল। এলাকায় বিদ্যুৎ চলে যায়, হঠাৎ করে কয়েকজন যুবক ধরধর করতে করতে দৌড়াতে থাকে ও পরপর তিনটি শব্দ হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কারা এই গুলি ছুড়েছে তা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, রামপুরা উলন রোড থেকে দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে শুভর নিতম্বে ও জিলানীর তলপেটে গুলিবিদ্ধ হয়েছে। তবে কে বা কারা কোথা থেকে গুলি করেছে তা এখনো যায়নি।
সারাবাংলা/এসএসআর/এমপি