লা লিগা
পুঁচকে এস্পানিওলের কাছে হেরে হতবাক রিয়াল
২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৯
একের পর এক ম্যাচ জিতে লা লিগার শীর্ষস্থান দৃঢ় করেছিলেন তারা। অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে বেশ স্বস্তিতেই ছিল রিয়াল মাদ্রিদ। তবে উড়তে থাকা সেই রিয়ালকে মাটিতে নামিয়ে আনল পয়েন্ট তালিকার ১৭তম স্থানে থাকা পুঁচকে এস্পানিওল। শেষ মুহূর্তের গোলে রিয়ালকে ১-০ ব্যবধানে হারিয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এসেছে এস্পানিওল।
এস্পানিওলের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল রিয়ালেরই। ২২ মিনিটে গোলও পেয়েছিলেন তারা। ভিনিসিয়াস জুনিয়রের গোল অবশ্য বাতিল করে দেন রেফারি। এরপর গোলের সুযোগ নস্ট করেন এস্পানিওলের ফার্নান্দেজ। দুই দল গোল করতে ব্যর্থ হওয়ায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে এস্পানিওলের ওপর চড়াও হন রিয়ালের ফরোয়ার্ডরা। এমবাপে, বেলিংহামদের বেশ কয়েকটি শট দারুণভাবে ঠেকিয়ে দেন এস্পানিওল কিপার। একের পর এক গোল মিসের হতাশা চোখেমুখে স্পষ্ট ছিল ভিনি-এমবাপেদের।
রিয়ালের সেই হতাশা আরও কয়েকগুণে বাড়িয়ে দেন রোমেরো। ৮৫ মিনিটে দারুণ এক পালটা আক্রমণে রিয়ালকে চমকে দিয়ে গোল করেন রোমেরো। ম্যাচের শেষভাগে গোল শোধের অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে রিয়াল। শেষ পর্যন্ত ১-০ গোলের দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে এস্পানিওল।
এই হারের পরেও ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল রিয়াল। তবে সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।
সারাবাংলা/এফএম