Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৮ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৭

ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি। ছবি: সারাবাংলা

মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি, সমৃদ্ধি কামনায় শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত। আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীর। বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১২ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত শেষ হয় সকাল ৯টা ৩৬ মিনিটে। আখেরি মোনাজাতের সময় গোটা ইজতেমা ময়দান যেন এক পুণ্যময় ভূমিতে পরিণত হয়। এ সময় মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লী।

বিজ্ঞাপন

ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর মধ্য দিয়ে প্রথম পর্বের এখানেই সমাপ্তি হয়েছে। এখন সবাই যে যার মত সুশৃঙ্খল ভাবে চলে যাবে।

মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, দাওয়াতি কাজে বরকত, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, হিংসা বিদ্বেস ছড়িয়ে না পড়া, দেশের জন্য সু শান্তি কামনা করে আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করা হয়।

মোনাজাতে মুসুল্লিরা। ছবি: সারাবাংলা

এর আগে ভোর থেকে রাজধানী ও আশপাশ এলাকা থেকে দলেদলে লোকজন মোনাজাতে অংশ নিতে ছুটতে থাকেন। কেউ পায়ে হেটে, কেউ সাইকেল ভ্যানে, কেউ বাসে আবার কেউ ট্রেনে তুরাগ তীরে পৌঁছানোর চেষ্টা করেন।

তারা পাপ থেকে মুক্তির জন্য আকুতি-মিনতি করেন। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

বিজ্ঞাপন

আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে লাখ মুসুল্লীর ঢল নামে। এবারের ইজতেমায় বিভিন্ন দেশের প্রায় দুই হাজার মুসল্লী অংশ নেন। আখেরি মোনাজাতে ইজতেমাস্থল, উত্তরা, কামারপাড়া ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

রোববার বাদ ফজর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান শুরু করেন। যারা এখান থেকে চিল্লা, ৩ চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কী আমল করবেন এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কী আমল করবেন তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়। মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন।

আরও পড়ুন:

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, আখেরি মোনাজাত শেষে নির্বিঘ্নে মুসল্লীরা যেনো বাড়ি ফিরতে পারে সেজন্য বিভিন্ন সড়কে ডাইভারশন দেয়া হয়েছে। মুসল্লীদের নিরাপত্তায় পোশাকে, সাদা পোশাকে, সিসিটিভিসহ বিভিন্নভাবে পুরে ইজতেমা ময়দান পর্যবেক্ষণ করা হবে।

সারাবাংলা/ইউজে/এমপি

৫৮ তম বিশ্ব ইজতেমা প্রথম পর্বের সমাপ্তি

বিজ্ঞাপন

বায়ু দূষণে আজ শীর্ষে ঢাকা
২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫০

আকাশে রোদ থাকলেও কমেছে তাপমাত্রা
২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫

আরো

সম্পর্কিত খবর