Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশে রোদ থাকলেও কমেছে তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৫

রোদ থাকলেও কমেছে তাপমাত্রা। ছবি: সারাবাংলা

ঢাকা: সকাল থেকেই রোদের দেখা মিলেছে ঢাকার আকাশে। দেশের অন্যান্য জেলাগুলোতে এ সময় কুয়াশার ঘনত্ব কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে কিছু কিছু এলাকায় বিশেষ করে নদ-নদীর অববাহিকায় অবস্থিত জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা যায়। যা এখনও বিদ্যমান। ফলে ওই সকল এলাকায় যান চলাচলও সকাল থেকে কিছুটা ব্যহত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়েছে যা দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবারও (৩ ফেব্রুয়ারি) সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। তবে এদিন সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

আর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। তবে এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা হ্রাস পেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এর কোনো প্রভাব বাংলাদেশের ওপরে পড়বে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

আবহাওয়া আবহাওয়া অধিদফতর জলবায়ু তাপমাত্রা

বিজ্ঞাপন

দখল ও দূষণমুক্ত হচ্ছে ঢাকার ৬ খাল
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৭

আরো

সম্পর্কিত খবর