বায়ু দূষণে আজ শীর্ষে ঢাকা
২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫০
ঢাকা: বায়ু দূষণে আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার গড় বায়ুমান ৩৩৯ ছিল। যা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়। আইকিউ এয়ার তাদের মানসূচকে ঢাকার বায়ুর এ অবস্থা জানিয়েছে। এর মধ্যে ইস্টার্ন হাউজিং-২ ও সাভারের হেমায়েতপুরের বায়ু ছিল বেশি খারাপ।
বায়ু দূষণ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরপর তিনদিন কোনো অঞ্চলে পৌঁছালে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা হয়। ঢাকায় জানুয়ারিতে একাধিক দিন বায়ুর মান ৩০০-এর বেশি হয়েছে।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (৬৪১), সাভারের হেমায়েতপুর (৪৫১) ও শানস্তা ফোরামর (৪৪১)। এ সময় অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মানও নাজুক। এর মধ্যে চট্টগ্রামে বায়ুর মান ১৫০, রাজশাহী ১৯৮ ও খুলনায় ১৮৫।
এই পরিস্থিতিতে বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে বলে পরামর্শ দিয়েছে আইকিউ’র সতর্কবার্তা।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হল বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২ দশমিক ৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৫২ গুণ বেশি।
গত ডিসেম্বর ও জানুয়ারিতে একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। এ ছাড়া গত কয়েকদিন ধরেই ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের শীর্ষে অথবা দ্বিতীয়স্থানে অবস্থান করছে। পরিস্থিতি ভালো না হওয়ায় সাধারণ মানুষ বায়ুজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
সারাবাংলা/জেআর/এমপি