Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৩:১৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৯

ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে হত্যা, পঞ্চগড় থেকে স্বামীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ

ঢাকা: রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার একটি ফার্নিচার কারখানা থেকে সজিব মোল্লা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই করখানার বার্ণিশ মিস্ত্রী ছিলেন।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড্ডা সাতারকুল পশ্চিম পদরদিয়া মসজাদ গলি সততা ফার্নিচার কারখানার দুইতলা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রোববার (১ ফেরুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মওলা জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই ফার্নিচার কারখানার দরজা ভেঙ্গে দেখা যায় তিনি ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছেন। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। সেখানে ভিডিও কল চালু ছিল। ধারণা করা হচ্ছে, কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে ভিডিও কলে রেখে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ওই কারখানার মালিক মো. রাজিব মোল্লা জানান, সজিবের বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিমুলতলা মোল্লাবাড়ি এলাকায়। তার বাবার নাম ফারুক মোল্লা। গত জোম বছর ধরে তিনি আমার সততা ফার্নিচার কারখানায় কাজ করতেন। অন্য আরেকটি ছেলের সঙ্গে কারখানার দুই তলায় থাকতেন। শনিবার সন্ধ্যার দিকে সিফাত নামের ওই ছেলেটি বাইরে যায়। রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে কারখানায় এসে সজিবকে ডাকাডাকি করতে থাকে। তবে কোনো সাড়া না পেয়ে ৯৯৯ ফোন দেওয়া হয়। পরে পুলিশ এসে সজিবের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর