Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামলীতে সড়ক অবরোধ করে গণঅভ্যুত্থানে আহতদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩০

মিরপুর রোডের শ্যামলীতে তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা।

ঢাকা: উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর মিরপুর রোডের শ্যামলীতে তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।

এ সময় জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি বাদ দেওয়াসহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা।

যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন থাকেন আহতরা।

আন্দোলনকারীরা বলেন, একটি স্বৈরাচারী আন্দোলনের পর আবার আমাদের কেন দাবি-দাওয়ার জন্য আন্দোলন করতে হবে? রাষ্ট্রের মানুষের জন্য আন্দোলন করছি। অথচ আমাদের কোনো মূল্যায়ন করছে না। এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আমাদের পুনর্বাসন করা হচ্ছে না।

সারাবাংলা/এমএইচ/ইআ

গণঅভ্যুত্থানে আহত সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর